সালাউদ্দিন মাহাদি
মোহাম্মদ জাহেদ উদ্দীন শামীম কে সভাপতি এবং আব্দুল্লাহ ফাহাদ কে সাধারণ সম্পাদক করে ঐতিহ্যবাহী আইন ছাত্রদের সংগঠন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ মিরসরাই উপজেলার ১৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।
উত্তর জেলার সভাপতি আবদুল্লাহ আল মাসুদ ও সাধারণ সম্পাদক জাসেদ আলম উক্ত কমিটি অনুমোদন করেন।
জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে গঠিত ঐতিহ্যবাহী আইন ছাত্রদের সংগঠন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আইনের শিক্ষার্থী ছিলেন। তাঁর স্মৃতিকে অম্লান করে রাখার জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১৯৯৬ সালে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ গঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে স্বাধীনতা স্বপক্ষের শক্তির আইনি অধিকার নিশ্চিত করতে এই সংগঠন বদ্ধপরিকর।
এই সংগঠনের মিরসরাই উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব অর্পন করা হয়েছে মো জাহেদ উদ্দীন শামীম কে। তিনি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত ঢাকায় অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি ) তে আইন বিভাগে অধ্যয়ন করতেছেন। মো: জাহেদ উদ্দীন শামীম মিরসরাই সদর ৯নং ইউনিয়নের ৬ নং ওয়ার্ড উত্তর তালবাড়ীয়া গ্রামের সাবেক ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মৃত মো: আলাউদ্দীন আজাদের সন্তান।
সভাপতি হিসেবে নিযুক্ত হওয়ার পর তিনি বলেন ” সমাজের মানুষকে আইনি সহায়তা প্রদান করার জন্য আমি আইন নিয়ে পড়াশুনা করতেছি। বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের মাধ্যমে মানুষকে আইন বিষয়ে সচেতন করা এবং আইনী অধিকার নিশ্চিত করতে আমি সহায়ক ভূমিকা হিসেবে পালন করবো।”
সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব অর্পন করা হয়েছে আব্দুল্লাহ আল ফাহাদ কে।তিনি “আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম” এর আইন বিভাগে অধ্যয়ন করছেন। তিনি ১নং করের হাট ইউনিয়নের, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃআবদুল হাই এর কনিষ্ঠ পুত্র।
সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি বলেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের মাধ্যমে মিরসরাইয়ের মানুষের আইনি সহায়তা প্রদান করতে ও অন্যায়ের প্রতিবাদে আমরা বদ্ধপরিকর।সে সাথে আইন বিষয়ে সাধারন মানুষের সচেতনতা গড়ে তুলতে কাজ করব।
১৮ সদস্য বিশিষ্ট এই কমিটি তে সহ সভাপতি হিসেবে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শরীফ মাহমুদ তুহিন ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মিরাজ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মো: জামশেদ আলম ও আইনুর রহমান। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী জাসরাত আল রিয়াদ, আরাফাত হোসেন, রিয়াজ হৃদয় এবং আব্দুল্লাহ সাগর। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মেজবা উদ্দীন রাকিব। আইন বিষয়ক সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন চট্টগ্রাম প্রিমিয়াম ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী তনুশ্রী দেবী। অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মো: জাহেদুল ইসলাম শাওন। দপ্তর সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মো: জয়নাল। সমাজ সেবা বিষয়ক সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন চট্টগ্রাম ইসলামিক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী জাহেদা আক্তার কলি। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন চট্টগ্রাম ইসলামীয়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাবিয়াতুল জান্নাত শান্তা। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন চট্টগ্রাম বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মো: হারুন এবং দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মোরশেদ মাহমুদ নাঈম।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়ুয়া এক ঝাঁক মেধাবী শিক্ষার্থীদের সমন্বয়ে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ মিরসরাই উপজেলার কমিটি ঘোষনা করা হয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা এই মেধাবী তরুণরা সমাজের মানুষের আইনি সহায়তা এবং আইনি অধিকার নিশ্চিত করতে সহায়ক ভুমিকা পালন করবে।