মিরসরাইয়ে ফজিলাতুন্নেসা মুজিবের ৯১ তম জন্ম বার্ষিকী পালিত

মো নুরুল আমিন রায়হান

মিরসরাই উপজেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯১ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।

রবিবার ৮আগষ্ট সকাল ১০টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ এর সঞ্চালনায় মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ৯১ তম জন্ম বার্ষিকীর কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমা, উপজেলা কৃষি অফিসার রঘুনাথ নাহা , উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার, উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার, উপজেলা সমবায় অফিসার দীপক দাস।

মিরসরাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর উদ্যোগে ৭ জন নারী কে সেলাই মেশিন প্রদান এবং দুইজনকে ২ হাজার টাকা করে নগদ দেওয়া হয়েছে।

আরো খবর