মিরসরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

top Banner

মিরসরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে উপজেলার চিনকির আস্তানা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক।

এসময় বিশিষ্ট সমাজসেবক ময়মনসিংহ মহানগর কৃষকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এ বি ছিদ্দিক, বিসখা সরকারি প্রাথমিক বিদ্যালয়েে প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, চিনকির আস্তানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, তিনঘরিয়া টোলা আবু তাহের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইকবাল হোসেন, মহাজনহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর জামান শাহীন, তরুণ সমাজসেবক ও পৃষ্ঠপোষক মোঃ ইয়াসির আরাফাত প্রমুখ।

উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়ে বেসরকারি ভাবে মিরসরাইয়ের সব কয়টি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপনের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। আজ চিনকির আস্তানা প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপনের মাধ্যমে সেই কর্মসূচির উদ্বোধন করা হলো। আমি বৃক্ষ রোপণ কর্মসূচিতে যারা পৃষ্ঠপোষকতা করছেন তাদের ধন্যবাদ জানাই।

আরো খবর