নিজস্ব প্রতিনিধি: মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে বিবি মরিয়ম নামে দুই বছরের এক শিশু মারা গেছে। রবিবার (১৫ মে) বিকেল ৪ ঘটিকার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের বৈরয়া এলাকায় এই ঘটনা ঘটে। মরিয়ম ওই এলাকার হাজ¦ী কবির আহম্মদ ভূঁইয়া বাড়ির ফেয়ার আহমদের মেয়ে।
মরিয়মের আত্মীয় সোহেল রেজা জানান, রবিবার বিকেল ৪টার দিকে বাড়ির সবাইকে ফাঁকি দিয়ে হটাৎ কোথায় চলে যায়। এরপর খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের পাশের পুকুরে তার নিথর দেহ দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রবিবার সন্ধ্যায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন ১নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।