মিরসরাইয়ে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

top Banner


নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্পনগর এলাকা থেকে মোঃ মনির হোসেন (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮জুলাই) বেলা সাড়ে ৫ টার দিকে জোরারগঞ্জ থানা পুলিশ শিল্প এলাকার মর্ডান সিনটেক্স প্রকল্প এলাকা থেকে লাশটি উদ্ধার করে। নিহত মনির হোসেন লক্ষীপুর সদর এলাকার আবু তাহেরের ছেলে । সে মর্ডার সিনটেক্স প্রকল্পে নির্মান শ্রমিকের কাজ করত।
জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী জানান, নিহত মোঃ মনির হোসেন বুধবার (৭জুলাই) সকাল থেকে নিখোঁজ হন। তার সহকর্মীরা বৃহস্পতিবার (৮জুলাই) বিকালে মর্ডান সিনটেক্স প্রকল্প এলাকায় উত্তর পাশে মনিরের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। মনিরের শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে কেউ হত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

আরো খবর