মিরসরাইয়ে দুই যুবকের উদ্যোগে করোনা টিকার ফ্রি রেজিষ্ট্রেশন

চলমান রিপোর্ট

মিরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়নে দুই যুবকের উদ্যোগে করোনা টিকার ফ্রি রেজিষ্ট্রেশন করা হচ্ছে। উপজেলার হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামীলীগের কোষাদক্ষ্য সিরাজ উদ দৌলা ও ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগে সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মাসুকের উদ্যোগে গত এক সপ্তাহ ব্যাপী এই কার্যক্রম চলছে।

জানা গেছে, সরকার গণহারে করোনা টিকার দেয়ার ঘোষণা দেয়ার পর থেকে সিরাজ উদ দৌলা ও সাইফুদ্দীন মাসুক হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী, মেহেদীনগর, রসূলপুরসহ বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষকে করোনা টিকা নিতে উৎসাহিত করার পাশাপাশি ফ্রি রেজিষ্ট্রেশন করে দিচ্ছে। এই পর্যন্ত প্রায় দুই হাজার মানুষকে করোনা টিকার রেজিষ্ট্রেশন করে দিয়েছে বলে জানা গেছে।

এবিষয়ে করোনা টিকার ফ্রি রেজিষ্ট্রেশন উদোক্তা সিরাজ উদ দৌলা ও সাইফুদ্দীন মাসুক জানান, গ্রামের অনেক মানুষ এখনো করোনা টিকা নিতে অাগ্রহী নয়। এছাড়া অনেকে দোকানে গিয়ে অর্থ খরচ করে টিকার রেজিষ্ট্রেশন করতে চায় না। তাই আমরা গ্রামের মানুষকে সচেতন করতে করোনা টিকার ফ্রি রেজিষ্ট্রেশন করে দিচ্ছি। যত দিন গণহারে করোনা টিকা দেয়া হবে তত দিন এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে। এই পর্যন্ত প্রায় ২ হাজার মানুষকে ফ্রি রেজিষ্ট্রেশন করে দেয়া হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই কার্যক্রম চলে।

আরো খবর