নিজস্ব প্রতিবেদক:
‘ডিজিটাল বাংলাদেশের অর্জন; উপকৃত সকল জনগণ’ এই স্লোগানকে সামনে রেখে মিরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ পালিত হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান, চট্টগ্রাম উদ্যোক্তা ফোরামের সভাপতি জাহেদ হোসেন সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার উদ্যোক্তা ফোরামের সকল সদস্যবৃন্দ।