মিরসরাইয়ে ট্রাকসহ দুই গরু চোর আটক

top Banner

চলমান রিপোর্ট : মিরসরাইয়ে ট্রাক বোঝায় করে চোরাই গরু নিয়ে যাওয়ার সময় আন্তঃজেলা গরু চোর চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার (২৫ মে) দুপুর ২টায় উপজেলার হাইতকান্দি ইউনিয়নের দমদমা এলাকায় এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলো, গাড়ির মালিক আফলাক হোসেন (৪৩)। সে রাউজন উপজেলার ১৫ নং নওয়াজপুর ইউনিয়নের মৃত নুরুল ইসলামের পুত্র ও ফিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার দুর্গাপুর ৬নং ওয়ার্ডের মো. হানিফ মিয়ার পুত্র মো. রাসেল (৩২)। এছাড়াও হানিফ নামে একজন পলাতক রয়েছে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, মঙ্গলবার দুপুরে মিরসরাই সদর ইউনিয়নের কিছমত জাফরাবাদ এলাকা থেকে ট্রাকে করে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় হাইতকান্দি ইউনিয়নের দমদমা এলাকায় স্থানীয়রা ট্রাকসহ আফলাক হোসেন ও মো. রাসেলকে আটক করে পুলিশে খবর দে। পরে আমাদের টিম গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা গরু চুরির সাথে জড়িত রয়েছেন বলে স্বীকার করেছেন। এছাড়াও আরও ৪/৫ জন ছিলো তাদের সাথে। তারা পালিয়ে গেছে। তাদেরকেও আটকের চেষ্টা চলছে।

আরো খবর