মিরসরাইয়ে জাতীয় সমবায় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক :

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যে মিরসরাইয়ে ৫০তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। শনিবার (৬ নভেম্বর) সকালে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি উদযাপিত হয়।
সকালে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সমবায় অফিসের বিভিন্ন কর্মকর্তাবৃন্দরা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা দীপক দাস।

আরো খবর