মিরসরাইয়ে ছাত্রলীগের উদ্যোগে ২দিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

চলমান রিপোর্ট

মিরসরাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দুইদিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে এই কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।

ওইদিন উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু।

এসময় উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য ফেরদৌস হোসেন আরিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়াঁ, যুগ্ম সম্পাদক এম সাইফুল্লাহ দিদার, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ফেরদৌস হোসেন আরিফ, দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, মিরসরাই সদর (৯ নং) ইউনিয়নের চেয়ারম্যান এমরান উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক একরামুল হক সোহেল, আরিফুর রহমান, জাফর ইকবাল নাহিদ, মিথুন শর্মা, নিজামপুর বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আরিয়ান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক উপ-ধর্ম বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রুবেলন, ধর্ম-বিষয়ক সম্পাদক শাফায়েত রিপন ও জেলা ছাত্রলীগ নেতা এসএম নেওয়াজ চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।

উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা বলেন, মিরসরাই ছাত্রলীগ সবসময় সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের আগামির মিরসরাইয়ের কর্ণধার আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল ভাইয়ের নির্দেশনায় দুইদিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম হাতে নিয়েছি। আমাদের এই কার্যক্রমে উপজেলার বিভিন্ন কলেজের ৩০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। আমাদেরকে সহযোগিতা করছেন চট্টগ্রাম যুব রেড ক্রিসেন্ট।

ছবির ক্যাপসনঃ মিরসরাইয়ে ছাত্রলীগের উদ্যোগে ২দিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করছেন আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।

আরো খবর