মিরসরাইয়ে ছাত্রদলের আহবায়ক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

মিরসরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেলকে (৩০) গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। মঙ্গলবার রাতে মিরসরাই পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে মিরসরাই পৌরসভার ৩নং ওয়ার্ডের নোয়াপাড়া এলাকার আবুল কালামের ছেলে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেলের বিরুদ্ধে ২০১৩ সালের একটি নাশকতার মামলায় (নং -৮৫/১৫) ওয়ারেন্ট রয়েছে। উক্ত মামলায় তাকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেলকে গ্রেফতারের নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খন্দকার, বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহাবুব রহমান শামীম, মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন, সদস্য সচিব সালাউদ্দিন সেলিম, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইচ চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফছার জুয়েল, মিরসরাই পৌরসভা বিএনপির আহবায়ক ফকির আহম্মদ, মিরসরাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুহাম্মদ ফরহাদ হোসাইন, মিরসরাই পৌরসভা ছাত্রদলের আহবায়ক হোসেন মোহাম্মদ মাসুম, মিরসরাই উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরু উদ্দিন রাজু, যুগ্ম-আহবায়ক মেজবাউল আলম পারভেজ, সাখাওয়াত হোসেন, তৌহিদুল ইসলাম, আমিন শরিফ, মোহাম্মদ পারভেজ, সদস্য আবু শাহাদাত সায়েম, মিরসরাই কলেজ ছাত্রদলের আহবায়ক আবদুল্লা আল নোমান, সদস্য সচিব এমরান আনোয়ার, বারইয়ারহাট পৌরসভার ছাত্রদলের আহবায়ক এমরান হোসেন, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের আহবায়ক খন্দকার শরিফুল ইসলাম বাদশা, সদস্য সচিব তানবির আহমেদ রানা, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক ফয়সাল চৌধুরী সদস্য সচিব মোহাম্মদ হাসান।

আরো খবর