চলমান রিপোর্ট
মিরসরাইয়ে চোরাই কাঠ ভর্তি একটি ট্রাক আটক করেছে করেরহাট রেঞ্জ অফিস। ২৫ মে মঙ্গলবার রাত ৮টা ৩০ মিনিটের দিকে উপজেলার করেরহাট রেঞ্জের কর্মকর্তারা বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের কয়লা এলাকায় ধাওয়া করে ট্রাকটি আটক করে।
এসময় ট্রাকের মধ্যে থাকা আকাশ মনি, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ৩০০ সেফট্রি ঘনফুট কাঠ উদ্ধার করা হয়। তবে ট্রাকের চালক কিংবা হেলপার কাউকে আটক করতে পারেনি।
চট্টগ্রাম উত্তর বন বিভাগ করেরহাট রেঞ্জের স্টেশন কর্মকর্তা ময়েম উদ্দিন জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়ক দিয়ে চোরাই কাঠ আসছে এমন তথ্যের ভিত্তিতে কয়লা এলাকায় অভিযান চালানো হয়। এসময় বন কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে চোরাই কাঠ বোঝাই ট্রাকটি সড়কে রেখে পালিয়ে যায় চালক ও হেলপার।
চট্টগ্রাম উত্তর বন বিভাগ করেরহাট রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দিন এলাহি জানান, আটক করা কাঠ বোঝাই ট্রাকটি রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে। ট্রাকে ৩০০ সেফটি ঘনফুট বিভিন্ন প্রজাতির কাঠ রয়েছে। যার আনুমানিক মূল্য অর্ধলাখ টাকা। এবিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।