মিরসরাইয়ে কৃষকদের মাঝে
বীজ ও রাসায়নিক সার বিতরণ

top Banner

নিজস্ব প্রতিবেদক:

মিরসরাইয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রান্তিক কৃষকদের ২১৮ টিমের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস কার্যালয়ে ২০২১-২২ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম, শীতকালীন মুগ ও খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসিফ মাহমুদের উপস্থাপনায় বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহা।

এসময় অতিথিবৃন্দ ২১৮টিমের ১ হাজার ৯০ জন কৃষকের মাঝে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম, শীতকালীন মুগ ও খেসারী ফসলের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করেন।

আরো খবর