মিরসরাইয়ের ১নং করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ১০ কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) স্থানীয় করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় মাঠে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল।
করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ সেলিমের উপস্থাপনায় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএম আবুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, সদস্য নিজাম উদ্দিন, আফছার হোসেন চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শহীদ উল্ল্যা মেম্বার, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, মহিউদ্দিন কিরণ, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন চৌধুরী, জামাল উদ্দিন ভূঁইয়া, অর্থ সম্পাদক শেখ আখতার হোসেন, ইউপি সদস্য আজাদ উদ্দিন, শফি আহমেদ, জামাল উদ্দিন সহ ইউনিয়ন ও ৯টি ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির নেতৃবৃন্দ। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মেয়র নিজাম উদ্দিন ভিপি, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ইমন, দপ্তর সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুব রহমান রুহেল বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৪ বছরে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। গ্রাম থেকে শহর’ প্রতিটি স্থানে যা দৃশ্যমান। বৈশ্বিক মন্দাকে পুঁজি করে বিএনপি-জামাত দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। উন্নয়ন করছে আওয়ামী লীগ আর জনগনের কাছে ভোট কিভাবে চাই বিএনপি। তাদের ষড়যন্ত্রকে রুখতে আওয়ামীলীগের নেতৃত্বে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। তিনি আরো বলেন, আমি দেখেছি বালু উত্তোলনের কারণে প্রায় ২০০ একর জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। পরিবেশের ভারসাম্য নষ্ট করে কোন ব্যবসা করা যাবে না।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে সকল মতভেদ ভুলে সবাইকে সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে হবে।