নিজস্ব প্রতিবেদক:
এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে মিরসরাইয়ে ৪৪ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলো। রবিবার (১৪ নভেম্বর) উপজেলার ৬টি কেন্দ্রের এসএসসি, ১টি কেন্দ্রে দাখিল ও ১টি কেন্দ্রে ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হুয়ায়ুন কবির খাঁন বলেন, চলতি বছর এসএসসি পরীক্ষায় উপজেলা থেকে মোট পরীক্ষার্থী ছিলো ৫ হাজার ৬৩১ জন, দাখিলে মোট পরীক্ষার্থী ১ হাজার ৩ জন, ভোকেশনালে মোট পরীক্ষার্থী ৪১ জন। পরীক্ষায় প্রথম দিন এসএসসিতে ৫ জন ও দাখিলে ৩৯ জন অনুপস্থিত ছিলেন। কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠভাবে প্রথম দিনের পরীক্ষা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।