চট্টগ্রাম পল্লী বিদুৎ সমিতি ০৩ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মিরসরাইয়ের পরোপকারী শাহ্ আলম মারা গেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
শনিবার (৩১ ডিসেম্বর) রাত ১২ টার দিকে অসুস্থজনিত নিজ গৃহে অসুস্থজনিত কারণে মৃত্যুবরণ করেন। পরে রোববার (০১ জানুয়ারি) বেলা ১১টায় মির্জা পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
শাহ্ আলম মিরসরাই সদরস্থ মিরসরাই লতিফিয়া কামিল মাদরাসা, বড়তাকিয়া জাহেদিয়া ফাজিল মাদরাসা, বড়তাকিয়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য ছিলেন। মিরসরাই উপজেলা বিআরডিবির পরিচালক, উপজেলা দুর্নীতি দমন কমিটির সদস্য, মিরসরাই শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন কমিটি, মিরসরাই গণপাঠাগার ও মিরসরাই পানি সম্পদ ফোরাম সহ বিভিন্ন সংগঠনের আমৃত্যু গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।