চলমান রিপোর্ট: মিরসরাই উপজেলার খৈয়াছরা ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুন) বিকালে বড়তাকিয়া বাজারের আফরোজা গার্ডেন এলাকায় আয়োজিত বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা।
প্রথম অধিবেশনে খৈয়াছরা ইউনিয়ন ছাত্রলীগের বিদায়ী সভাপতি সোহরাব হোসেন টুটুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইটি বিশেষজ্ঞ ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল।
খৈয়াছরা ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাহিদুল হাসান রাবিবের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিতি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিতি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম।
মান্যবর অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি রায়হান কাউসার, ছাত্র বৃত্তি উপ-সম্পাদক ফৌজিয়া নিজামী তামান্না, খৈয়াছরা ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মাহফুজুল আলম মাহফুজ, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবু হাসনাত জামিল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক একরামুল হক সোহেল, জাফর ইকবাল নাহিদ, আরিফুর রহমান, মিথুন শর্মাসহ জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
দ্বিতীয় অধিবেশনে উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক একরাম সোহেলের সঞ্চালনায় সভাপতি এবং সম্পাদক পদে পদ প্রত্যাশীদের সিভি জমা নেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে পায়রা উড়িয়ে ও জাতীয় সংগিতের মাধ্যমে জাতীয় পতাকা ও ছাত্রলীগের দলীয় পতাকা উত্তোলন করেন অতিথিরা।
আরো খবর