মিরসরাইয়ে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেফতার-১

top Banner

মিরসরাইয়ে চোলাইমদসহ ওমর ফারুক (৩৭) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকায় অভিযান চালিয়ে রান্না ঘর থেকে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ সহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ওমর ফারুক ওয়াহেদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের  আলী কেরানী বাড়ির কামরুল ইসলামের পুত্র।

মিররসাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে ওয়াহেদপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতের অভিযান চালিয়ে মাদক কারবারী ওমর ফারুককে গ্রেফতার করা হয়েছে। এইসময় তার রান্না ঘর থেকে প্লাস্টিকের বোতলে রাখা ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ জব্দ করা হয়। যাহার আনুমানিক বাজার মূল্য ২৫ হাজার টাকা।

ওসি আরও বলেন, দীর্ঘদিন যাবৎ ওমর ফারুক এলাকায় মাদক বিক্রি করে যুব সমাজকে ধ্বংস করছে। এই ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা নং-০৯ দায়ের করা হয়েছে। একইদিন বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরো খবর