মিরসরাইয়ে ৩ মাদক ব্যবসায়ি গ্রেফতার

top Banner



মিরসরাইয়ে দুই হাজার ১’শ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদি ফকিরহাট বাজার এলাকায় ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এইসময় তাদের সাথে থাকা ব্যাগে অভিযান চালিয়ে দুই হাজার ১’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ীরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার মুন্ডার ডেইল এলাকার ফজল আহমদের পুত্র মো. ছৈয়দ হোছাইন (৪৪), কুতুবুনিয়া এলাকার ৭ নং ওয়ার্ডের মতিউর রহমানের পুত্র মো. হোসাইন (২৮) ও সাবরাং এলাকার খুইল্লা মিয়ার পুত্র মো. শামছুল আলম(৪৪)।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাদি ফকির এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার ১’শ পিস ইয়াবাসহ তিনজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬ লক্ষ ৩০ হাজার টাকা। একইদিন বিকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, গ্রেফতার তিনজন ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে চট্টগ্রাম শহরের সিএমপির বায়েজিদ বোস্তামি থানা, বাঁশখালী ও সীতাকুণ্ড মডেল থানায় একাধিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তারা কক্সবাজারের উখিয়া-টেকনাপ এলাকা থেকে ইয়াবা নিয়ে ঢাকা-চট্টগ্রাম শহরে বিভিন্ন জায়গায় বিক্রি করতো বলে জানা গেছে।

আরো খবর