মিরসরাইয়ের ঐতিহ্যবাহী স্বর্ণপদক প্রাপ্ত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদয়ন ক্লাবের আয়োজনে ৩৫তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ১৮টি হলরুমে ৬০ জন হল পর্যবেক্ষকের তত্ত্বাবধানে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা শাহাব উদ্দিন সহ উদয়ন ক্লাবের উচ্চ পরিষদ, কার্যকরী কমিটির সদস্য, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
পরীক্ষায় সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম পরীক্ষা নিয়ন্ত্রক, সংগঠনের সদস্য মোহাম্মদ আলমগীর আহবায়ক ও সদস্য টিটু নাগ পরীক্ষার সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন জানান, মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের উদয়ন ক্লাব নামের সংগঠনটি ১৯৮৮ সাল থেকে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় ৩৫ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে৷
প্রসঙ্গত, ১৯৯৯ সালে সংগঠনটি স্বর্ণপদক অর্জন করে এবং ২০০১ সালে জেলাভিত্তিক শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নির্বাচিত হয়।