
চলমান রির্পোট :
মিরসরাইয়ে ১৬ আনসার ব্যাটালিয়নে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে অবস্থিত ব্যাটালিয়ন চত্ত্বরে রাম্বুটান গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপন উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেল বলেন, বৈশ্বিক উষ্ণায়নের হাত থেকে রক্ষার একমাত্র উপায় হলো বেশি বেশি বৃক্ষরোপন করা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক সারা দেশে বৃক্ষরোপন পরিকল্পনা গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় বাহিনীর সকল ইউনিটে (একাডেমি/আনসার ব্যাটালিয়ন/জেলা/উপজেলা ও ক্লাব সমিতি) বৃক্ষরোপন কর্মসূচীতে মোট ৫০,০০০ গাছের চারা রোপনের নির্দেশনা প্রদান করেন। আমরা চট্টগ্রাম রেঞ্জের অধীন ব্যাটালিয়ন, জেলা ও উপজেলাসমূহে প্রায় ৫,৫০০ বৃক্ষরোপন করবো। যা আগামী ২-৩দিনের মধ্যে সম্পন্ন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, ১৬ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. এফতেখারুল ইসলাম, সহকারী পরিচালক মনছুর আলম সহ ব্যাটালিয়নের কর্মকর্তারা।