মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ১৪’শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো: ইদ্রিসকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ।
বুধবার (২২ মার্চ) রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে হাদি ফকিরহাট সাকিনস্হ চট্টগ্রাম টু ঢাকা গামী মহাসড়কের হাদিপকিরহাট যাত্রী ছাউনির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত মো:ইদ্রিস (৩৫) টেকনাপ পৌরসভার ২ নং ওয়ার্ডের পল্লান পাড়া এলাকার মো:সাইদুল হকের ছেলে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন,রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাদিফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে মো:ইদ্রিস কে গ্রেফতার করা হয়। এ সময় তার শরীরে তল্লাশি চালিয়ে ১৪’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।
ওসি আরও বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।