মিরসরাইয়ে সিপিপি স্বেচ্ছাসেবকদের মাঝে গিয়ার বিতরণ

মিরসরাইয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) স্বেচ্ছাসেবকদের মাঝে গিয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (৩ অক্টোবর) বিকালে উপজেলা সম্মেলন কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দূর্যোগ ব্যবস্থাপন ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব লুৎফুন নাহার। মিরসরাই উপজেলা সিপিপি টিম লিডার এম সাইফুল্লাহ দিদারের সভাপতিত্বে ও ধুম ইউনিয়ন টিম লিডার হাসান শাহরিয়ার চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিপিপি চট্টগ্রামের উপ-পরিচালক হাফিজ আহম্মদ, মিরসরাই কলেজের অধ্যক্ষ মো. নুরুল আবছার, উপজেলা সিপিপির সাবেক টিম লিডার আফছার উদ্দিন, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক জামশেদ আলম, মিরসররাই সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য তাজ উদ্দিন বাচ্চু, স্বেচ্ছসেবক জসিম উদ্দিন, এম ফাহিমুল হুদা, আরিফ হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের টিম লিডার ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। সবশেষে অতিথিরা ৪৫ জন স্বেচ্ছাসেবকদের মাঝে গিয়ার (গামবুট-হেলমেট) তুলে দেন।

আরো খবর