মিরসরাইয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) স্বেচ্ছাসেবকদের মাঝে গিয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (৩ অক্টোবর) বিকালে উপজেলা সম্মেলন কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দূর্যোগ ব্যবস্থাপন ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব লুৎফুন নাহার। মিরসরাই উপজেলা সিপিপি টিম লিডার এম সাইফুল্লাহ দিদারের সভাপতিত্বে ও ধুম ইউনিয়ন টিম লিডার হাসান শাহরিয়ার চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিপিপি চট্টগ্রামের উপ-পরিচালক হাফিজ আহম্মদ, মিরসরাই কলেজের অধ্যক্ষ মো. নুরুল আবছার, উপজেলা সিপিপির সাবেক টিম লিডার আফছার উদ্দিন, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক জামশেদ আলম, মিরসররাই সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য তাজ উদ্দিন বাচ্চু, স্বেচ্ছসেবক জসিম উদ্দিন, এম ফাহিমুল হুদা, আরিফ হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের টিম লিডার ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। সবশেষে অতিথিরা ৪৫ জন স্বেচ্ছাসেবকদের মাঝে গিয়ার (গামবুট-হেলমেট) তুলে দেন।