ওরা মানুষ গড়ার কারিগর, ওদের আলোয় আলোকিত সমাজ-রাষ্ট্র। তাদের শিক্ষা গ্রহণ করে অনেক ছাত্র দেশে-বিদেশে প্রতিষ্ঠিত হয়েছেন। এমনই ২২ জন শিক্ষককে শিক্ষকতা জীবন থেকে অবসর নেওয়ায় সংবর্ধনা দিয়েছে মিরসরাইয়ে।
রবিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার পূর্ব তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ঝুলনপোল ক্লাস্টারের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এছাড়া উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো. আরিফুলের হককে বদলীজনিত সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক নিজামীর সভাপতিত্বে ও বেচুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: আমজাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো. বশির আহাম্মদ সরকার, আবু তোয়াব মজুমদার, মোহাম্মদ মাঈন উদ্দিন, মো. রেজাউল করিম, মুহাম্মদ ফারুক হোসাইন। আরো বক্তব্য রাখেন আবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সরকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার, উত্তর কাটাছরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইকবাল হোসেন চৌধুরী। কবির মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম।বিদায়ী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক নুর মোহাম্মদ, মো. আব্দুল হাই প্রমুখ। বিদায়ী শিক্ষকদের ফুল, ক্রেস্ট, মানপত্র, ছাতা, জায়নামাজ ও মগ উপহার দেওয়া হয়।
সংবর্ধনা পাওয়া শিক্ষক নুর মোহাম্মদ বলেন, আমি সারাজীবন শিক্ষকতা করেছি। শেষ বয়সে এসে অবসর নিই। আমার ছাত্ররা যখন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুপ্রতিষ্ঠিত হয়েছে শুনি, তখন অনেক ভালো লাগে। এখানে শিক্ষকতার স্বার্থকা। আজ শিক্ষকরা যে সন্মান, সংবর্ধনা দিয়েছে তা সারা জীবন মনে রাখবো। আমি তাদের এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক মাষ্টার আজিজুল হক নিজামী বলেন, শিক্ষকতা থেকে অবসর নেওয়া ২২জন শিক্ষক ও উপজেলা সহকারি শিক্ষা অফিসার আরিফুর রহমান স্যারের বদলীজনিত কারণে বিদায় সংবর্ধনার আয়োজন করেছি। আমরাও এক সময় এই পেশা থেকে বিদায় নেবো। আগামী প্রজন্ম অনুকরণ করে হয়তো আমাদের জন্য এমন উদ্যোগে নেবেন।