মিরসরাইয়ে সন্ত্রাসী হামলায় নিহত জসীমেরপরিবারকে তারেক রহমানের ঈদ উপহার

top Banner




মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত হাফেজ মো. জসীম উদ্দিনের পরিবারের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ( ১৯ এপ্রিল) দুপুরে তারেক রহমানের পক্ষে বিএনপি নেতৃবৃন্দ পরিবারের কাছে এসব উপহার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়–য়া, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন, মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, মিরসরাই পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আবছার জুয়েল, ১৬ নং সাহেরখালী বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী, যুবদল নেতা শাহদাৎ খান, জাসাস নেতা এমরান হোসেন, ছাত্রদলের জিয়াউল হাসান পলাশ প্রমুখ।

আরো খবর