জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে যুব উন্নয়ন অধিদফতর মিরসরাই কর্তৃক আয়োজিত যুব সমাবেশ, যুব র্যালি, সনদ প্রদান ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হয়েছেন আদর্শ বন্ধু ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি দ্বিন মোহাম্মদ।
‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ গত শুক্রবার (১ নভেম্বর) সকালে মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদফতর মিরসরাই কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন দ্বিন মোহাম্মদের হাতে শ্রেষ্ঠ যুব সংগঠকের সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।
এসময় দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দীন ও তরঙ্গ-২৪’র নারী ও শিশু বিষয়ক সম্পাদক তাছলিমা আক্তার প্রমির যৌথ সঞ্চালনায় যুব দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণ পর্বের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলোয়াত, পবিত্র গীতা থেকে পাঠ, বৈষম্য বিরোধী ছাত্র- জনতার অন্দোলনে নিহতদের স্মরণে ও যুব আইকন শান্তিনীড় সভাপতি মরহুম ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নির্দেশিত যুব শপথ পাঠ করেন সমবেত যুব সংগঠকরা। শপথ পাঠ করান তরুণ যুব সংগঠক তরঙ্গের সভাপতি ইমরান খান। এরপর সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. শাহ আলম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার প্রতাপ চন্দ্র রায় ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কে এম সাঈদ মাহমুদ।
দ্বিন মোহাম্মদ আর্দশ বন্ধু ফোরামের প্রতিষ্ঠাতার পর থেকে অন্যান্য সদস্যদের নিয়ে মিরসরাইয়ের বিভিন্ন জায়গায় মানবিক সাহায্য- সহযোগিতা, শিক্ষা ,সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে ভূমিকা রেখে চলেছেন।এর পাশাপাশি গত ২৪ এর বন্যায় আর্দশ বন্ধু ফোরামের সকল সদস্যদের নিয়ে মিরসরাইয়ের প্রায় শতাদিক রেসকিউ, প্রায় ৫ হাজার মানুষকে খাদ্য সহায়তা ও প্রায় ২ হাজার মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
দ্বিন মোহাম্মদ মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার নরুল ইসলামের ছেলে।