মিরসরাইয়ে শিক্ষা দিবসে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী দিলো ছাত্রলীগ

top Banner

মিরসরাইয়ে শিক্ষা দিবস উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু।

রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেলের পক্ষে এই শিক্ষা সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসাইন সবুজ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাফর ইকবাল নাহিদ, মিথুন শর্মা, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের নাট্য বিতর্ক বিষয়ক সম্পাদক রবিউল হোসাইন পারভেজ, মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল, ছাত্রলীগ নেতা মহিউদ্দিন মহিম, আলাউদ্দিন আলো, মো. হান্নান, রাহাত, শিপন, জনি ও শুভ প্রমুখ।

জানা গেছে, ১৯৬২ সালে পাকিস্তানি শাসকগোষ্ঠীর শিক্ষানীতির বিরুদ্ধে প্রতিবাদ করে যেসব ছাত্ররা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতি রক্ষার্থে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সবশেষে অতিথিরা মিরসরাই সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৫৪ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী তুলে দেন।

আরো খবর