মিরসরাইয়ে রমজানে মাদরাসা-এতিমখানায়ইঞ্জি. মোশাররফ হোসেনের আর্থিক অনুদান

top Banner

নিজস্ব প্রতিনিধি
পবিত্র রমজান উপলক্ষ্যে মিরসরাই উপজেলার ৩৭ টি কওমি মাদরাসা ও এতিমখানায় ৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। তাঁর পক্ষে মঙ্গলবার ( ৪ এপ্রিল) দিনব্যাপী বিভিন্ন মাদরাসা প্রধানদের হাতে নগদ অর্থ হস্তান্তর করেন উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ‘প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দীর্ঘ ৫২ বছর ধরে কওমি মাদরাসায় আর্থিক অনুদান দিয়ে আসছেন। উনার পিতা এস রহমানও এভাবে অনুদান দিয়ে এসেছেন। তারই ধারাবাহিকতায় এবারও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ ৩৭টি মাদরাসা ও এতিমখানায় গিয়ে আর্থিক অনুদান হস্তান্তর করেছি। প্রিয় নেতা আলেম ওলামাদের ভালোবাসেন এবং সব সময় তাদের পাশে রয়েছেন।’
এসময় মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ইমন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফাহিম উল হুদা, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন।

আরো খবর