মিরসরাইয়ে যুবলীগ নেতা মিটুর
উগ্যোগে ইফতার সামগ্রী বিতরণ




মিরসরাই উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি আশরাফুল কামাল মিটুর ব্যক্তিগত অর্থায়নে ১ হাজার দুস্থ, অসহায়, খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে উপজেলার ওয়াহেদপুরে তার রাজনৈতিক কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অসহায় অস্বচ্ছল মানুষের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌছে দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ওয়াহেদপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আলমগীর হোসাইন, ইউপি সদস্য আশরাফ উদ্দিন চৌধুরী, নিজামপুর কলেজ ছাত্রলীগ নেতা শরীফ সবুজ, এমরান হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা ২ কেজি আলু ২ কেজি, চিনি ১ কেজি, মুড়ি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, খেজুর ৫০০ গ্রাম।

ইফতার সামগ্রী বিতরণ কালে যুবলীগ নেতা আশরাফুল কামাল মিটু বলেন, আমাদের প্রিয় নেতা সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও আগামীর এমপি মাহবুব রহমান রুহেল ভাইয়ের অনুপ্রেরণায় ওয়াহেদপুর ইউনিয়নের অসহায়, হতদরিদ্র এক হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। আমার পক্ষ থেকে আগামীতেও অসহায়দের সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ।

আরো খবর