মিরসরাইয়ে যাত্রীবাহী বাসে তল্লাসি চালিয়ে ৫শ’ পিস ইয়াবাসহ যুবক আটক

top Banner

মিরসরাইয়ে ৫ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সোহেল রানা (২১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত সোহেল খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার ৫ নং উল্টাছড়ি ইউনিয়নের মোল্লা পাড়া এলাকার আবু তাহেরের পুত্র।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় মহাসড়কের ঢাকামুখী যাত্রীবাহী এভারগ্রীন বাসে তল্লাশি চালায় পুলিশ। এসময় ওই বাসে যাত্রীবেশে বসে থাকা মো. সোহেল রানাকে (২১) সন্দেহ হয়। পরবর্তীতে তার প্যান্টের পকেট তল্লাশি চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন।
তিনি আরও বলেন, উদ্ধার ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার এক লাখ পঞ্চাশ হাজার টাকা। এ ঘটনায় আটক সোহেলের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরো খবর