চট্টগ্রামের মিরসরাইয়ে একটা মৎস্য প্রকল্পের ঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ইছাখালী ইউনিয়নের সাহেবদী নগর এলাকায় এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে মৎস্য প্রকল্পের মালিক মো. আনোয়ার হোসেন বাদি হয়ে জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মৎস্য প্রকল্পের মালিক আনোয়ার হোসেন জানান, দীর্ঘদিন ধরে আমি প্রকল্পে মাছ চাষ করে আসছি। শুক্রবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা মৎস্য প্রকল্পের দেখভালের জন্য নির্মিত ঘর ভাংচুর করেছে। এর আগে প্রকল্পের কর্মচারী নুরুল আবছারকে প্রকল্প ছেড়ে চলে যেতে কিছু সন্ত্রাসী হুমকি দিয়ে আসছিল। সে চক্রটি এমন কাজ করতে পারে। এ ব্যাপারে আমি জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, মৎস্য প্রকল্পে ঘর ভাংচুরের বিষয়ে থানায় লিখিত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা যাচ্ছে।
পরে
আরো খবর