মিরসরাইয়ে ভারতীয় মদসহ আব্দুল্লাহ আল নোমান (১৬) নামের এক স্কুল ছাত্রকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সে উপজেলার ধুমঘাট হাজি চাঁনমিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। নোমান হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর এলাকার আব্দুল মজিদের ছেলে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে পুলিশ খবর পেয়ে জোরারগঞ্জ থানার চিনকিরহাট বাজারের আজমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় পুকুর পাড়ে অভিযানটি চালানো হয়েছে। অভিযানে একজন আটক হলেও অন্য একজন মাদক কারবারী পালিয়ে যেতে সক্ষম হয়।
জোরারগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিনকিরহাট বাজারের পাশে আজমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে^ পুকুর পাড়ে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল নোমান নামে এক স্কুল ছাত্রকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা ১৬ বোতল ভারতীয় মাদক উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর একজন পালিয়ে যায়। তিনি আরো বলেন, আব্দুল্লাহ আল নোমান ২শ টাকার বিনিময়ে মাদক বিক্রি করে। সে আজম নগরের নুরনবী নামে এক মাদক ব্যবসায়ির হয়ে কাজ করে। মাদক উদ্ধারের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করে আটককৃত নোমানকে আদালতে প্রেরণ করা হয়েছে।