মিরসরাইয়ে বিএনপির শান্তি সমাবেশ

top Banner

চট্টগ্রামের মিরসরাইয়ে শান্তি সমাবেশ করেছে বিএনপি। বৃহস্পতিবার ( ৮ আগস্ট) দুপুরে উপজেলার ওচমানপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন। ইউনিয়ন বিএনপির আহবায়ক এম এইচ লাভলু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এফ কবির, সদস্য শাহীনুল ইসলাম স্বপন, ওচমানপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মহসিন স¤্রাট, মোস্তফা চৌধুরী, মোস্তফা মিয়া, বিএনপি নেতা হারুন অর রশিদ, সাবেক ছাত্রদল নেতা আতাউল্লাহ, নাছির উদ্দিন, ফরহাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী, যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, ছাত্রদল নেতা মোজাম্মেল হোসেন রানা, বিএনপি নেতা মহিউদ্দিন, জসীম উদ্দিন, বনাই মেম্বার, উপজেলা ছাত্রদল সভাপতি মিনহাজ উদ্দিন টিটু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, বিএনপি নেতা বুলবুল, ওচমানপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক কবির হোসেন, সদস্য সচিব মো. পলাশ, স্বেচ্ছাসেবক দল নেতা তুহিন, যুবদল নেতা সানা উল্লাহ রাজু, তারেকুল ইসলাম, ছাত্রদল সভাপতি হেলাল ভূঁইয়া, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, ছাত্রদল নেতা ফারাবি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন বলেন, ‘দীর্ঘ ১৭ বছর আওয়ামী দুঃশাসন থেকে দেশের মানুষ মুক্তি পেয়েছে। তাঁরা মানুষের উপর অন্যায় অত্যার করায় এমন ভয়ানক অধপতন হয়েছে। আমরাও যদি তাদের মত অপকর্ম করে থাকি তাহলে জনগন আমাদেরও প্রত্যাখান করবে। তাই কোন আওয়ামী লীগ নেতা-কর্মী, অন্যান্য ধর্মের মানুষের উপর হামলা-অত্যাচার করা যাবে না। কোন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও চাঁদাবাজি করা যাবে না। বিএনপির কারো বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরো খবর