মিরসরাইয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

top Banner

মিরসরাইয়ের কাটাছরা ইউনিয়নে সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট আলিউল কবির ইকবাল।

সাবেক মেম্বার নাসিম উদ্দিন প্রকাশ নাসিম বলির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটাছরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহবায়ক মো. দিদারুল আলম দিদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল হাসেম মিয়াজী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন সিদ্দীকি, ওয়ার্ড বিএনপির সভাপতি অহিদুল আলম, আবদুর রহিম, সিরাজ বাঙ্গালী, রবিউল হোসেন সহ নেতৃবৃন্দ। বিএনপি নেতৃবৃন্দ বলেন, দলের সাইনবোর্ড ব্যবহার করে কোন ধরনের অপকর্ম করা যাবে না। এছাড়া কেউ যদি দলে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর