মিরসরাইয়ে বই বিতরণ ও তারুণ্য উৎসব 

top Banner

চট্টগ্রামের মিরসরাইয়ের খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ ও তারুণ্য  উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি)  উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন বিশ্বব্যাংকের সাবেক উপদেষ্টা ড. মাহফুজ উদ্দিন আহমেদ।

এসময় বিদ্যালয়ের প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শতাধিক শিক্ষার্থীর হাতে বছরের প্রথম দিন নতুন বই তুলে দেওয়া হয়।

বই উৎসব পরবর্তী আয়োজিত আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক  নাহিদা সুলতানার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভি২০ এর ব্যবস্থাপনা পরিচালক সারা জেন আহমেদ, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সফটওয়্যার ডেভোলাপার নাজির কাইফ আহমেদ, নিউইয়র্ক সিটির পণ্য উদ্ভাবন গবেষক কেট ক্রোটি।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ব ব্যাংকের সাবেক উপদেষ্টা ড. মাহফুজ উদ্দিন আহমেদ বলেন, শিশুদের উন্নত জীবন গঠনে শিক্ষার বিকল্প নেই।তাই ছোট বয়সেই শিশুদের দিকে নজর দিতে হবে। এই বয়সে শিশুদের মেধা বিকাশের জন্য প্রাথমিক বিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করে। তাই সময় পেলেই আমি আমার এলাকার প্রাথমিক বিদ্যালয়ে ছুটে যাই। শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের খবরাখবর নেওয়ার চেষ্টা করি। আজ আমার পরিবারের সদস্যদের নিয়ে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সময় কাটিয়েছি তাদের আন্তরিকতায় মুগ্ধ হয়েছি।

 

 

 

 

আরো খবর