মিরসরাইয়ে ফ্রেন্ডস সার্কেল সমাজকল্যাণ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

top Banner

মিরসরাইয়ে সামাজিক সংগঠন ফ্রেন্ডস সার্কেল সমাজকল্যাণ সংঘের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বিকালে উপজেলার মিঠানালা ইউনিয়নের পশ্চিম মলিয়াইশ এলাকায় আলোচনা সভায় আতিকুল ইসলাম সোহাগের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিম।

শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক মো.সাইফুল ইসলাম ভ‚ঁইয়া। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রূপালী ব্যাংক পিএলসির ম্যানেজার আবু সাইদ মাহমুদ রনি। এসময় বক্তব্য রাখেন সামাজিক সংগঠন দুর্বার প্রগতি সংঘের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, উদয়ন ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মাকসুদ আলম শাহীন, জাগ্রত প্রতিভার সভাপতি গোলাম মর্তুজা। এসময় ফ্রেন্ডস সার্কেল সমাজকল্যাণ সংঘের সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৭জন কবরখোঁড়ার ব্যাক্তিকে সম্মাননা জানানো হয়।


চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিম বলেন, দলমত নির্বিশেষে সমাজের কল্যাণে সবাইকে কাজ করে যেতে হবে। এ জায়গায় অন্তত যেন রাজনীতির ছোঁয়া না লাগে। দীর্ঘ ৯ বছরেরও দেশি সময় ধরে এ সংগঠনটি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। আলোচনা সভা শেষে ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

আরো খবর