মিরসরাইয়ে ফুটপাত দখল করায় ১১টি দোকানকে জরিমানা

top Banner

মিরসরাইয়ের জোরারগঞ্জ বাজারে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহসড়ক ও ফুটপাত দখল করে দোকান করায় ১১ জন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার জোরারগঞ্জ বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে মাহফুজা জেরিন।
উচ্ছেদ অভিযান চলাকালে ১১ জন ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জনস্বার্থে ৭ টি ফলের দোকান ও মুদি দোকান উচ্ছেদ করে তাদের পুনর্বাসন করা হয়। এছাড়া কমপক্ষে ৫০ টি দোকানের সামনের ফুটপাত দখলমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মিজানুর রহমান ও ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, অবৈধভাবে ফুটপাত দখল ও স্থায়ী স্থাপনা করে ব্যবসা পরিচালনা করে আসছিল কিছু অবৈধ দখলদার। ফুটপাত দখলমুক্ত রাখতে ও পবিত্র রমজান মাসে জনসাধারণের চলাচল অবাধ রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ রকম অভিযান অব্যাহত থাকবে।

আরো খবর