মিরসরাইয়ের শান্তিরহাটে প্রিমিয়ার ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) উপজেলার শান্তিরহাট বাজারের সায়মান লিলি সুপার মার্কেটের ২য় তলায় শান্তিরহাট উপশাখায় কেক কেটে ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
ব্যাংকের উপশাখা ব্যবস্থাপক মো. শরফু উদ্দীনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, ধুম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মেজবাউল হক মানিক, শান্তিরহাট মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু বক্কর সিদ্দিক, মহাজনহাট এফ রহমান স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজমল হোসাইন সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবি, বাজারের ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।