‘প্রাথমিক শিক্ষার দিপ্তী-উন্নত জীবনের ভিত্তি’ শ্লোগানে মিরসরাইয়ে প্রাথমিক শিক্ষা পদক বিতরণ সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসার একেএম ফজলুল হকের সভাপতিত্বে ও নাসিমা আক্তারের উপস্থাপনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বসির আহমেদ সরকার, এসএম আরিফুল হক, আবু তোয়াব মজুমদার, ফারুক হোসাইন, রেজাউল করিম। এসময় উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৫৪ জন শিক্ষার্থী ৬০ টি ইভেন্টে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার মধ্যে ছিলো ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প, কাপ শিশু, মারবেল দৌড়, গুপ্তধন উদ্ধার, গান, উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা, নৃত্য, কবিতা আবৃত্তি।
উপজেলা পর্যায়ে ১ম, ২য় ও ৩য় বিভাগে ১৮৬ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। এছাড়া আগামী ১৯-২৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার জন্য ৬২ জন শিক্ষার্থীকে বাছাই করা হয়।