মিরসরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

top Banner

‘লেখা পড়া শিখাব, স্মার্ট বাংলাদেশ গড়ব’ এই স্লোগানে ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের সুনাগরিক করে গড়ে তুলতে মিরসরাইয়ে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ৫ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার রিটন কুমার বড়–য়া,তথ্যজ্ঞ ব্যক্তি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা শিক্ষা অফিসার এ.কে.এম ফজলুল হক।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক নিজামী, কবির মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, পূর্ব পরাগলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত আরা চৌধুরী, কিছমত জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরনবী, মিঠানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন ধুম।

সভায় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আরো খবর