মিরসরাইয়ে পাইলটকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জেবি

top Banner

মিরসরাইয়ে মাধ্যমিক পর্যায়ে ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলায় মিরসরাই সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়কে ০-১ হারিয়ে কোয়ার্টার ফাইনালে জেবি উচ্চ বিদ্যালয়। বুধবার (৬ সেপ্টেম্বর) বিকালে মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম, জেবি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার,মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি সাইফুল্লাহ দিদার,ফাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক দিদারুল আলম প্রমুখ।

জেবি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার বলেন, আমাদের ছেলেদের খেলা দেখে আমি মুগ্ধ হয়েছে। আশা করছি সামনের ম্যাচে আরও ভালো করবে। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পড়ালেখার পাশাপাশি খেলাধূলার কোন বিকল্প নাই। উপজেলা প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এমন একটি খেলা আয়োজনের জন্য।

আগামী শুক্রবার বারইয়ারহাট পৌর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সঙ্গে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে জেবি উচ্চ বিদ্যালয়।

 

 

 

 

আরো খবর