চট্টগ্রামে মিরসরাইয়ে মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্দ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নয়দুয়ারিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজিত আলোচনা সভায় নুরানি কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক মাওলানা আবদুল ওহাবের সঞ্চালনায় ও মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারিয়া মাদ্রাসা ও এতিমখানার মোতাওয়াল্লী আলহাজ্ব মনিরুল ইসলাম ইউসুফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এস্টেটের প্রধান উপদেষ্টা সাবেদুর রহমান সমু, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়াকফ প্রশাসন চট্টগ্রাম জোন এর পরিদর্শক , ডিএম খালিদ। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গরা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।