মিরসরাইয়ে অস্ব্যাস্থকর ও নোংরা পরিবেশে বেকারি খাদ্যপণ্য তৈরিতে ডাইং কালার ব্যবহার এবং বিস্ফোরক লাইসেন্স ব্যতিত দাহ্য জ্বালানি ডিজেল ও অকটেন মজুদের দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মিরসরাই সদরের নিউ মদিনা বেকারি এবং ইছাখালির ইউনিয়নের অর্থনৈতিক অঞ্চল সংলগ্ন স্লুইসগেট এলাকার মোহাম্মদীয়া ট্রেডার্স নামের দুই প্রতিষ্ঠানকে ত্রিশ (৩০) হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, মিরসরাই সদর ইউনিয়নের গুলিস্তান ফিলিং স্টেশন সংলগ্ন নিউ মদিনা বেকারিকে অস্ব্যাস্থকর ও নোংরা পরিবেশে বেকারি খাদ্যপণ্য তৈরিতে ডাইং কালার ব্যবহারের দায়ে নগদ ২০ হাজার টাকা এবং ইছাখালী ইউনিয়নের অর্থনৈতিক অঞ্চল সংলগ্ন স্লুইসগেট এলাকায় বিস্ফোরক লাইসেন্স ব্যতিত দাহ্য জ্বালানি ডিজেল ও অকটেন মজুদের দায়ে মোহাম্মদীয়া ট্রেডার্সের স্বত্ত্বাধীকারী শফিকুল ইসলাম কে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও দুটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।