চট্টগ্রামের মিরসরাই উপজেলায় তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হয়েছেন তিন ইউপি চেয়ারম্যান। মঙ্গলবার ( ১৯ সেপ্টেম্বর) উপজেলা অডিটরিয়ামে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সর্বোচ্চ জন্ম ও মৃত্যু নিবন্ধনকারী চেয়ারম্যান হিসেবে ১ নম্বর করেরহাট ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, কর্মদক্ষতা মূল্যায়ন ক্যাটাগরিতে ৩ং জোরারগঞ্জ ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার ও সর্বোচ্চ হোল্ডিং ট্যাক্স আদায়কারী ক্যাটাগরিতে ৯ নং মিরসরাই সদর ইউপি চেয়ারম্যান শামসুল আলম দিদারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কে.এম সাঈদ মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যন মো. জসীম উদ্দিন।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মিজানুর রহমান, উপজেলা এলজিইডি প্রকৌশলী রণি সাহা, কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, সাংবাদিক বিপুল দাশ।
আলোচনা সভা শেষে ২০২২-২০২৩ ইং অর্থ বছরে স্থানীয় সরকার বিভাগ থেকে মিরসরাই উপজেলায় তিন ক্যাটাগিরিতে বিশেষ অবদানের জন্য তিন চেয়ারম্যানকে শ্রেষ্ঠ চেয়ারম্যানের সম্মাননা স্মারক প্রদান করা হয়।