মিরসরাইয়ে জিহান বিল্ডার্সের সৌজন্যে টিপু
স্মৃতি দিবা-রাত্রি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

top Banner

মিরসরাইয়ে জিহান বিল্ডার্সের সৌজন্যে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মরহুম মোমিনুল ইসলাম টিপু স্মৃতি শটপিস দিবা-রাত্রি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। শনিবার ( ১৮ ফেব্রুয়ারি) সকালে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা শুরু হয়ে রাতে ফাইনাল খেলার মাধ্যমে সমাপ্তি হয়।

অনুষ্ঠানে মিরসরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভার মেয়র এম গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক নুরুল মোস্তফা মানিক, উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও জিহান বিল্ডার্সের স্বত্বাধিকারী মো. রিয়াজ উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা সুফি আরমান, জামশেদ আলম, শেখ আমির। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাফর ইকবাল নাহিদ। ফ্রেন্ডস অব ফ্রেন্ডস এর আয়োজনে টুর্নামেন্ট পরিচালনা করেন নাজিম, সাইফুল ইসলাম, আইনান ও সাকিব।

ফাইনাল খেলায় প্রত্যাশা ক্রিকেট দলকে পরাজিত করে দুর্বার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। বিজয়ী দলকে ট্রফি ও আট হাজার টাকার প্রাইজমানি, রানার্সআপ দলকে ট্রফি এবং পাঁচ হাজার টাকার প্রাইজমানি দেওয়া হয়েছে। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ গ্রহণ করেন।

আরো খবর