বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা শাখার ৫ নং ওচমানপুর ইউনিয়ন শাখার যুব বিভাগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২৩ নভেম্বর) বিকালে ড্রীম হোম কমিউনিটি সেন্টার মোশাররফ হোসেনের পরিচালনায় ও ওচমানপুর ইউনিয়নজামায়াতের সভাপতি ইকবাল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমীর আলা উদ্দিন শিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুব সভাপতি আনোয়ার ছিদ্দিক চৌধুরী, জোরারগঞ্জ থানা আমীর সাবেক কাউন্সিলর মাওলানা নুরুল হুদা হামিদী, থানা জামায়াতের সেক্রেটারি মাঈন উদ্দিন, বাইতুল মাল সম্পাদক আবদুল গফুর, শুরা ও কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ ফারুক, ৬ নং ইউনিয়ন সভাপতি মাওলানা জসিম উদ্দিন, হাফেজ ইসমাইল,নুরুল আলম,আবদুল মোতালেব এমদাদুল হক, অহিদুন্নবী রাসেল প্রমুখ।
আলোচনা সভা শেষে মোশারফ হোসেনকে সভাপতি ও ইমাম হোসেনেকে সাধারণ সম্পাদক করে ২০২৪-২০২৫ সালের জন্য ওচমানপুর ইউনিয়ন যুব বিভাগ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হলো বায়তুল মাল সম্পাদক ইউসুফ করিম, প্রচার সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন রায়হান, যুব ও সমাজকল্যান সম্পাদক মোঃ ইউসুফ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আব্দুর রহিম মাছুম, ক্রীড়া সম্পাদক আজি হোসেন রিয়াদ ও অফিস সম্পাদক মোঃ নাজমুল হোসাইন।