মিরসরাইয়ে ছাত্রদলের সাবেক আহবায়ক আদিল মাহমুদের স্মরণ সভা অনুষ্ঠিত

top Banner
আদিল মাহমুদের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন নুরুল আমিন চেয়ারম্যান

চট্টগ্রামের মিরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আদিল মাহমুদ চৌধুরীর ১০ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার সাহেরখালী ভোরের বাজারে শহীদ আদিল মাহমুদ চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে স্মরণ সভায় প্রধান বক্তা ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান।

আদিল মাহমুদ স্মৃতি সংসদের সভাপতি সালা উদ্দিন আরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাজাহান খোকনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মিরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইন, সাহেরখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব দিদারুল আলম মিলন, সাহেরখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কামাল পাশা, নবী মেম্বার, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইমাম উদ্দিন, সদস্য আলা উদ্দিন মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শোয়েব হাসান, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফ, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবকল সদস্য ও আদিল মাহমুদ চৌধুরী ছোট ভাই আদনান মাহমুদ চৌধুরী, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মাহফুজ উদ্দিন চৌধুরী, উত্তর জেলা ছাত্রদল যুগ সম্পাদক সালমান, সাহেরখালী ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ মুছা, যুবদল নেতা মনির, কামাল, সালা উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা শাহাজান।

স্মরণ  সভায় প্রধান বক্তা নুরুল আমিন চেয়ারম্যান বলেন, ‘ফ্যাসিবাদ সরকার বিগত ১৭ বছর বিচার বিভাগ কুক্ষিগত করে রাখায় হত্যার ১০ বছর পরও ছাত্রদল নেতা আদিল মাহমুদের খুনীদের বিচার হয়নি। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে সঠিক বিচার করা হবে।’

তিনি আরো বলেন, ‘বিপ্লবের মধ্য দিয়ে পালিয়ে যাওয়ার পর কেউ আবার ক্ষমতায় এসেছে এমন নজির নেই। অতএব আওয়ামী লীগ ক্ষমতায় আসার সুযোগ পাবেনা। আবার তারা বাংলাদেশের মসনদে আসবেন, তা সম্ভব হবেনা। আমাদের নেত্রীকে যেভাবে কস্ট দিয়েছেন, সেভাবে আপনাকে দেশে এনে জেলে রাখা হবে।’ তিনি বলেন, একটি গোষ্ঠি বিএনপিকে এখনো জনগন থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা করেছে। বরং বিএনপি আরো শক্তিশালী হয়েছে। দলের একজন কর্মী বেঁচে থাকতে তা দেওয়া হবে না।

উল্লেখ্য, ২০১৪ সালের ১০ অক্টোবর মিরসরাই উপজেলার সাহেরখালী ভোরের বাজারে প্রকাশ্যে গুলি করে কুপিয়ে উপজেলা ছাত্রদলের তৎকালীন আহবায়ক আদিল মাহমুদ চৌধুরীকে হত্যা করে সন্ত্রাসীরা। এরপর পুত্র হারানোর শোকে এক বছরের মধ্যে তার বাবা-মা দুজন মারা যান।

 

আরো খবর