মিরসরাইয়ে চলাচলের রাস্তায় গেইট নির্মাণের প্রতিবাদ করায় হামলা নারীসহ গুরুতর আহত ৩

top Banner

মিরসরাইয়ে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গেইট নির্মাণের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় নারীসহ ৩জন আহত হয়েছেন। শনিবার (১৯ আগষ্ট) সন্ধ্যায় মিরসরাই পৌরসভার ৪ নং ওয়ার্ডের শাহ আলম মঞ্জিলের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
হামলায় আহতরা হলেন, রহিমা বেগম (৫৫), গিভনি (১৯) ও পথচারী সায়েদ (২২)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) ভর্তি করা হয়েছে।
মো. আব্বাস আলী প্রকাশ রাজুর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, শাহ আলম নামে একজন সন্ত্রাসী দিয়ে অন্যায়ভাবে আমাদের চলাচলের পথ বন্ধ করে জোরপূর্বক গেইট নির্মাণের কাজ শুরু করেন। এসময় বাধা দিতে গিলে শাহ আলমের নিয়ন্ত্রিত সন্ত্রাসীরা লাঠি-সোটা নিয়ে অতর্কিতভাবে আমার ছোট ভাই গিভনি’র উপর হামলা চালায়। আমার মা রহিমা বেগম ছোট ভাইকে উদ্ধার করতে গেলে তার উপরও হামলা করা হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার জন্য গেলে তাদের উপরও হামলা করে সন্ত্রাসীরা। হামলায় আমার মা ও ছোট ভাইয়ের মাথায়, হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।
এ বিষয়ে শাহ আলম বলেন, ঘটনার সময় আমি বাজারে ছিলাম। তখন কি হয়েছিলো বিস্তারিত জানি না।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, হামলায় ঘটনায় আহতদের পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর