বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং তাদের জীবিকায় উন্নতি ঘটাতে সামজিক ও শিক্ষামূলক সংগঠন ইউসাম প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। ইউসামের সদস্যরা মাঠ পর্যায়ে গিয়ে সরাসরি প্রান্তিক কৃষকদের হাতে শীতকালীন সবজি বীজ তুলে দিয়েছেন, যা তাদের ফসল উৎপাদন পুনরুদ্ধার এবং বৃদ্ধির জন্য অত্যন্ত সহায়ক হবে।
এই কর্মসূচির আওতায় আজ বুধবার ইউসাম সদস্যরা মিরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্ব জোয়ার, পশ্চিম জোয়ার, বরইয়া, ২ নং হিঙ্গুলী ইউনিয়নের আজমপুর, ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের শান্তিরহাট, গোলকেরহাট, ৬ নং ইছাখালী ইউনিয়নের আবুরহাট, ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের প্রান্তিক কৃষকের হাতে বীজ তুলে দেওয়া হয়।
এই কর্মসূচির মাধ্যমে বিশেষ করে যারা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যেসব কৃষক ক্ষতির সম্মুখীন হয়েছেন, তারা দ্রুত কৃষি কাজ শুরু করতে পারবেন এবং তাদের আয়ের উৎস পুনরুদ্ধার করবেন। শীতকালীন সবজি উৎপাদনের মাধ্যমে কৃষকরা তার কৃষি আয়ের পরিমাণ বাড়াতে সক্ষম হবেন এবং কৃষি কাজে আরও অধিক মনোযোগী হবেন। কৃষকদের জীবনমান উন্নয়নে সহায়তার পাশাপাশি এই উদ্যোগ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। একদিকে কৃষকদের পুনর্বাসন ও আয়ের উন্নতি অন্যদিকে দেশের অভ্যন্তরীণ খাদ্য সরবরাহে সহায়ক ভূমিকা পালন করবে।
ইউসামের এই কার্যক্রম শুধু কৃষকদের স্বাবলম্বী হওয়ার পথে বড় একটি পদক্ষেপ নয় বরং দেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে ও কৃষি নিয়ে সামগ্রিক সচেতনতা ও সমৃদ্ধি অর্জনে একটি দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।