মিরসরাইয়ে কথা কাটাকাটির জেরে হামলা, আহত ৪, গ্রেফতার-৩

top Banner

মিরসরাইয়ে কথা কাটাকাটির জের ধরে ছাত্রলীগ-যুবলীগর কর্মীর উপর হামলায় চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাতে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে থানা পুলিশ।


গতকাল রবিবার (৫ মার্চ) রাত সাড়ে ১০ টায় মিরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড়ের স্টেডিয়াম এলাকার মজুমদার ষ্টোরে সামনে এই ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন, যুবলীগ নেতা মো. রাসেল (২৮), কলেজ ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল আরমান (২০), আব্দুর রহমান শুভ (২০) ও সিএনজি চালক মো. ইমাম (২২)। তবে এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আব্দুল্লাহ আল আরমান। তার মাথায় আঘাতপ্রাপ্ত হয় এবং হাতের একটি আঙ্গুলের উপরিভাগ পড়ে গেছে। আহতরা মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র শাখের ইসলাম রাজুর অনুসারী।


হামলার ঘটনায় গুরুত্বর আহত আরমানের মা রবিবার রাতে বাদি হয়ে নিজাম উদ্দিনকে প্রধান আসামী করে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০/১৫ জনের নামে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করেছেন।
আহত ছাত্রলীগ নেতা আব্দুর রহমান শুভ বলেন, ‘রবিবার রাত সাড়ে ১০ টা আমি মিরসরাই স্টেডিয়াম এলাকায় মজুমদার ষ্টোরে বসে নাস্তা করছিলাম। এইসময় নিজাম উদ্দিন এসে আমাকে বলতেছে যে তুই নেতা হয়েছিস এই কথা বলে আমাকে গালিগালাজ করতেছে। আমি দোকান থেকে বের হয়ে চলে যাচ্ছি তখন নিজাম আমার বুকে একটা ঘুষি মারে এবং পিছন থেকে চুরি বের করে আমাকে মারতে চাইলে আমি দৌড়ে বাড়িতে চলে যাই।’


শুভ আরও বলেন, আমার বন্ধু আব্দুল্লাহ আল আরমানকে দেখে নিজাম উদ্দিন বলে এই ছেলেটা হচ্ছে শুভর বন্ধু। তাকে ধর। তখন তার উপর হামলা চালায়। খবর পেয়ে আমি একটা সিএনজি নিয়ে আসার পথে নিজামের নেতৃত্বে ১০/১২ জনের একটি গ্রুপ লাঠি, হকস্টিক নিয়ে সিএনজি গতিরোধ করে আবার আমার উপর হামলা চালায়।
আহত আরমানের বাবা আব্দুস সালাম বলেন, হামলাকারীরা আমার ছেলের মাথায় এবং হাতে চুরি দিয়ে আঘাত করে। এতে আমার ছেলের হাতের একটি আঙ্গুল পড়ে গেছে। আমি আমার ছেলের উপর হামলাকারীদের বিচার চাই।


এ বিষয়ে মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র শাখের ইসলাম রাজু বলেন, ‘নিজাম উদ্দিন পূর্বপরিকল্পিতভাবে আমার কর্মীদের উপর রড়, লাঠি ও হকস্টিক নিয়ে হামলা করেছে। পুলিশ প্রশাসনের কাছে আমার আকুল আবেদন হামলার সঙ্গে যারা জড়িত আছেন তাদের সকলকে যেন আইনের আওতায় আনা হয়’।


মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, হামলার ঘটনায় প্রধান আসামী নিজাম উদ্দিন, তার ভাই জয়নাল আবেদীন ও ছেলে জাবেদকে গ্রেফতার করে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরো খবর